বাংলাদেশ, বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫

ওয়ান প্রসেস, ওয়ান ফি’ উদ্যোগে মিলবে পাঁচটি সেবা এক আবেদনে

NewsPaper

NewsPaper

প্রকাশিত: ২৫ মে, ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ণ

ওয়ান প্রসেস, ওয়ান ফি’ উদ্যোগে মিলবে পাঁচটি সেবা এক আবেদনে

বাংলাদেশে ব্যবসা শুরু করা আরও সহজ, দ্রুত ও ডিজিটাল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ছয়টি সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) সই করেছে।

রোববার (২৫ মে) বিডার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির ফলে ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা এখন একটি মাত্র অনলাইন আবেদন ও এককালীন ফি পরিশোধের মাধ্যমে পাঁচটি প্রাথমিক সেবা বিডার ওয়ান স্টপ সার্ভিস (OSS) পোর্টাল থেকে পেতে পারবেন।

সেবাগুলো হলো:

কোম্পানির নামের ছাড়পত্র

কোম্পানি নিবন্ধন

ট্রেড লাইসেন্স

টিআইএন সার্টিফিকেট

ব্যাংক হিসাব খোলা

সমঝোতা স্মারকে অংশ নেওয়া সংস্থাগুলো হলো:

জাতীয় রাজস্ব বোর্ড (NBR)

যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (RJSC)

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন

চট্টগ্রাম সিটি করপোরেশন

সোনালী ব্যাংক পিএলসি

প্রধান অতিথির বক্তব্যে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “বিশ্বের অনেক দেশেই ৭ দিনের মধ্যে ব্যবসা শুরু করা যায়। বাংলাদেশেও আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি। সেপ্টেম্বরের মধ্যেই এই পাঁচটি সেবা ওএসএস প্ল্যাটফর্মে চালু করার পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও বলেন, “এই সেবা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। তারা একটি মাত্র ফর্ম পূরণ করেই ব্যবসা শুরুর জন্য প্রয়োজনীয় অনুমোদন পেতে পারবেন এবং সেই প্রক্রিয়াটি অনলাইনেই ট্র্যাক করতে পারবেন। এটি একটি গেম চেঞ্জার উদ্যোগ।”

বিডার নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব বলেন, “ওয়ান প্রসেস, ওয়ান ফি” ধারণার ভিত্তিতে এই সেবার ডিজিটাল রূপায়ণ দেশের বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় এই নতুন ডিজিটাল সেবার কার্যপ্রণালী ও সম্ভাব্য সুফল নিয়ে একটি ভিজ্যুয়াল উপস্থাপনা প্রদান করেন।সমঝোতা সই অনুষ্ঠানে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।