আলাস্কা সফরের পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিজের ভালো সম্পর্কের কথা তুলে ধরে বলেছেন, শান্তি প্রতিষ্ঠায় অগ্রগতি হলে রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক আলোচনার সুযোগ তৈরি হতে পারে।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, “আমি লক্ষ্য করেছি, তিনি (পুতিন) রাশিয়া থেকে অনেক ব্যবসায়ী এনেছেন। এটা ভালো, কারণ তারা ব্যবসা করতে চায়। তবে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা ব্যবসা করতে পারবে না।”
ব্যবসায়িক সুযোগ নিয়ে আবার প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “যদি আমরা শান্তি প্রতিষ্ঠায় অগ্রগতি করতে পারি, তাহলে আমি আলোচনা করব। এটা রাশিয়ার একটি চাওয়া—তারা চায় আমি অর্থনীতিতে যা গড়েছি, তার একটি অংশ পেতে।”
আলাস্কা সম্মেলন সম্পর্কে ট্রাম্পের প্রত্যাশা, “আমার মনে হয়, কিছু একটা হবে। পুতিন বুদ্ধিমান মানুষ, বহুদিন ধরে কাজ করছেন, আমিও তাই। আমাদের মধ্যে ভালো সম্পর্ক ও পারস্পরিক সম্মান রয়েছে।”
আলোচনায় পুতিনের সঙ্গে রয়েছেন রুশ অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানোভ এবং রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান ও জ্যেষ্ঠ অর্থনৈতিক আলোচক কিরিল দিমিত্রিয়েভ।
সূত্র: সিএনএন নিউজ