বাংলাদেশ, সোমবার, অক্টোবর ২৭, ২০২৫

সার্বিয়ায় প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

NewsPaper

অনলাইন সংস্করণ

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ণ

সার্বিয়ায় প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) নোভি সাদ বিশ্ববিদ্যালয়ের দর্শন অনুষদের সামনে এ ঘটনা ঘটে। খবর— রয়টার্স।


হাজারো শিক্ষার্থী সেদিন ক্যাম্পাসে জড়ো হয়ে প্রেসিডেন্টের পদত্যাগ এবং দ্রুত নির্বাচনের দাবিতে স্লোগান দেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল— “আমরা অবরোধ চাই না, আমরা নির্বাচন চাই” এবং “শিক্ষার্থীদের জরুরি দাবি: নির্বাচন ঘোষণা করো”।


বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে। প্রেসিডেন্ট ভুচিচ পরবর্তী এক ভাষণে দাবি করেন, সংঘর্ষে অন্তত ১১ জন পুলিশ আহত হয়েছেন। তবে বিক্ষোভকারীদের হতাহত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।


রাষ্ট্রপতি অভিযোগ করেন, বিক্ষোভে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রভাব রয়েছে। তিনি জানান, আসছে রোববার তার সমর্থকেরা দেশব্যাপী সমাবেশ করবে।


প্রসঙ্গত, গত নভেম্বরে সংস্কারাধীন এক রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে জনগণের ক্ষোভ তীব্র হয়। দুর্নীতি ও অবহেলার অভিযোগে সরকারের বিরুদ্ধে সেই ক্ষোভ ধীরে ধীরে আন্দোলনে রূপ নেয়। গত ১৩ আগস্ট পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছিলেন।

বিশ্ব আরোও দেখুন