জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন পর্দায় এখন কম দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময়ই সক্রিয়। রাজনীতি থেকে শুরু করে শোবিজ—সব ক্ষেত্রেই নিজের মতামত খোলাখুলিভাবে প্রকাশ করেন তিনি। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ইঙ্গিত করে নতুন এক পোস্টে ব্যঙ্গ করেছেন শাওন।
মঙ্গলবার (৭ অক্টোবর) ফারুকীর ২০১৫ সালের ১৪ ডিসেম্বরের একটি পুরনো ফেসবুক পোস্টের স্ক্রিনশট নিজের ওয়ালে শেয়ার করেন শাওন। সেই পোস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকারের তরুণ নেতৃত্বের প্রশংসা করেছিলেন ফারুকী। তিনি লিখেছিলেন,
“এটা একটা ধন্যবাদ বার্তা। ধন্যবাদ জুনায়েদ আহমেদ পলক ভাই, জনাব ববি সিদ্দিকী, এন্ড আওয়ার ভেরি ওউন আশরাফুল আলম খোকন… আওয়ামী লীগ সরকারের ভেতর যে তরুণ শক্তি আছে, তাদের কারণেই বহুবার হোঁচট খেয়েও একেবারে আশা হারিয়ে ফেলি না।”
ফারুকী পোস্টের শেষে আরও লিখেছিলেন,
“বিঃদ্রঃ কেনো এই ধন্যবাদ—এই প্রশ্ন করবেন না। কোনো উত্তর দিতে পারবো না। এবং এই সরকারের তরুণ শক্তিকে প্রশংসা করলাম কোনো একটা ইস্যুতে না, ইস্যু বেশ কয়টা।”
এই পুরনো পোস্টের স্ক্রিনশট দিয়ে শাওন তার ক্যাপশনে শুধু লেখেন, “এটা একটা ধন্যবাদ বার্তা।”
তার এই সংক্ষিপ্ত মন্তব্যই ফারুকীকে উদ্দেশ্য করে তীব্র খোঁচা হিসেবে ধরা পড়েছে।
একজন মন্তব্যকারীর প্রশ্নের জবাবে শাওন আরও লেখেন,
“না মানে গত ১৭ বছরে উনি কোথায় ছিলেন সেটাই দেখছি। ফ্যাসিস্টের দোসর ট্যাগপ্রাপ্তদের ওয়ালে কিন্তু এতো ধন্যবাদ নেই।”
শাওনের এই মন্তব্যে নেটিজেনদের অনেকে মনে করছেন, তিনি ফারুকীর বর্তমান ভূমিকা ও অতীতের অবস্থানকে তুলনা করে ব্যঙ্গ করেছেন।
উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকী বর্তমানে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।