ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ ও ‘উৎসব’-এর পর জুলাই ও আগস্টে কলকাতায় মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত দুই সিনেমা—‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। সিনেমার প্রচারণায় অংশ নিয়ে কলকাতাভিত্তিক ইউটিউব চ্যানেল ইনডালজ এক্সপ্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ার ছাড়াও ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
এই সাক্ষাৎকারেই প্রথমবারের মতো সম্পর্কে থাকার কথা স্বীকার করেন জয়া। সঞ্চালকের প্রশ্নে তিনি বলেন,
“হ্যাঁ, অবশ্যই। মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই আছে।”
যদিও নাম প্রকাশ করেননি, তবে জানান তাঁর ‘বিশেষ মানুষ’ চলচ্চিত্রজগতের কেউ নন। জয়া বলেন,
“আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি। পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু হয়ে ওঠা জরুরি, আর সেটা আমরা হয়েছি। সে আমার অনেক খামখেয়ালিপনা সহ্য করে, কাজের জন্য আমার ঘন ঘন ভ্রমণ বা কলকাতায় দীর্ঘ সময় থাকা—এসব নিয়ে কোনো আপত্তি করে না।”
নিজেকে ও সঙ্গীকে দু’জনই ‘খুব প্রাইভেট’ বলে উল্লেখ করে জয়া জানান, তারা নিজেদের মতো করেই থাকতে পছন্দ করেন।
বিয়ে নিয়ে প্রশ্নে জয়া বলেন,
“এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। বিয়ে করে একসঙ্গে থাকার ধারণাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু এটা শিগগির করব কি না বা করব কি না, জানি না।”
তাহলে কি তিনি বিয়ের জন্য প্রস্তুত নন? জয়ার উত্তর,
“এটা প্রস্তুতির বিষয় নয়, বরং আমার ভেতরে একটা ভীতি আছে—এক ধরনের ভয়।”