অভিনেত্রী শবনম ফারিয়া কাঞ্চনজঙ্ঘা দেখতে আগ্রহী, তবে তিনি নেপাল বা দার্জিলিং গিয়ে নয়, দেশের ভূখণ্ডে দাঁড়িয়ে হিমালয়ের এই চূড়ার সৌন্দর্য উপভোগ করতে চান।
কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। যদিও এর অবস্থান ভারত ও নেপালে, অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত পঞ্চগড়ের বিভিন্ন জায়গা থেকে শৃঙ্গটি দেখা যায়। বিশেষ করে তেঁতুলিয়া এলাকা সবচেয়ে ভালো দৃশ্য প্রদান করে। বরফে ঢাকা শৃঙ্গটি ভোরের সোনালি আলোয় ঝলমল করে। আকাশ মেঘমুক্ত থাকলে দিনের অন্য সময়েও দেখা সম্ভব।
শবনম ফারিয়া সামাজিক মাধ্যমে পঞ্চগড় বা তেঁতুলিয়া এলাকায় ফ্যামিলি নিয়ে ২-৩ দিনের জন্য থাকার মতো রিসোর্ট বা হোমস্টে সম্পর্কে পরামর্শ চেয়েছেন।
এতে সহযোগিতা করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম, তিনি মন্তব্য করেছেন, “তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, কম্পারেটিভলি বেটার। তাছাড়া কয়েকটা এনজিওর রিসোর্টও আছে। পঞ্চগড়ে স্বাগতম।”
শবনম ফারিয়া এখন এই সৌন্দর্য দেখার জন্য রীতিমতো উন্মুখ। এর আগে কাঞ্চনজঙ্ঘা দেখতে দার্জিলিংয়ে গিয়ে টাইগারহিলে ভোরে ওঠা প্রয়োজন হতো, এবং ভাগ্য ভালো না হলে দেখা মেলে না। কিন্তু এখন দার্জিলিং ছাড়াই বাংলাদেশ থেকে, পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকেও সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়।