বিয়ের কয়েক মাসের মধ্যেই মা হওয়ার গুঞ্জন ছড়েছিল সোনাক্ষী সিনহার। তবে সেই সময় অভিনেত্রী নিজেই উড়িয়ে দিয়েছিলেন খবরটি। এরপরও বারবার এই গুঞ্জন উঠেছে, প্রতিবারই হাসি-হাসি উড়িয়ে দিয়েছেন সোনাক্ষী ও তার স্বামী জাহির ইকবাল।
মঙ্গলবার একটি অনুষ্ঠানে অংশ নেন সোনাক্ষী। সেখানে তিনি সাদা ও লাল মিশ্র আনারকলি চুড়িদার, কপালে লাল টিপ ও সিঁথিতে সিঁদুর পরে হাজির হন। নেটাগরিকদের দাবি, ঢিলেঢালা পোশাকে তিনি যেন স্ফীতদরের ঢাকায় মনোযোগ দিয়েছেন। অনেকেই বলছেন, তার চোখ-মুখে মাতৃত্বের উজ্জ্বলতা ধরা পড়েছে।
জাহির এদিন কালো শেরওয়ানি ও সাদা পাজামায় উপস্থিত ছিলেন। হাতে হাত রেখে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন তারা। ভিডিও প্রকাশ হতেই নেটাগরিকদের মন্তব্য, “সোনাক্ষীকে দেখে এবার সত্যিই অন্তঃসত্ত্বা মনে হচ্ছে।”
এ পর্যন্ত সোনাক্ষী বা জাহির কোনো প্রতিক্রিয়া দেননি। উল্লেখ্য, গেল বছরের ২৩ জুন দীর্ঘ প্রেমের পর বিয়ে করেন তারা। বিয়ের পর থেকে সুখেই সংসার করছেন এই জুটি।