বাংলাদেশ, সোমবার, অক্টোবর ২৭, ২০২৫

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, গুলি ছুড়ে চালক-সহকারীকে মারধর

NewsPaper

অনলাইন সংস্করণ

প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ণ

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, গুলি ছুড়ে চালক-সহকারীকে মারধর

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।


বাসের চালক জানান, সেনপাড়ায় পৌঁছালে কয়েকজন লোক হাতের ইশারা করে বাস থামাতে বলেন। বাস থামানোর পর চালক ও তার সহকারীকে মারধর করে নামিয়ে দেওয়া হয়। আতঙ্কে যাত্রীরাও দ্রুত বাস থেকে নেমে যান। এসময় দুর্বৃত্তরা বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পরে আগুন ধরিয়ে দেয়।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। বাস কর্তৃপক্ষের অভিযোগ, কিছুদিন আগে নেছার নামে এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের আহত করেছিলেন। সাম্প্রতিক এই ঘটনায়ও তার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে তারা দাবি করেছেন।

জাতীয় আরোও দেখুন