বাংলাদেশ, সোমবার, অক্টোবর ২৭, ২০২৫

নির্বাচন ঘিরে সাংগঠনিক তৎপরতা বাড়ালেও সংকটে বিএনপি

NewsPaper

অনলাইন সংস্করণ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ণ

নির্বাচন ঘিরে সাংগঠনিক তৎপরতা বাড়ালেও সংকটে বিএনপি

১৯ বছর আগে সর্বশেষ রাষ্ট্রক্ষমতায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পঞ্চম ও ষষ্ঠ সংসদে এককভাবে এবং অষ্টম সংসদে জোটগতভাবে সরকার গঠন করে দলটি। এরপর দেড় যুগের বেশি সময় পেরিয়ে গেছে। রাজনৈতিক আবহও পরিবর্তিত হয়েছে, দেখা দিয়েছে স্বৈরশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান।


সাম্প্রতিক সময়ে সাংগঠনিকভাবে চাঙ্গা হওয়ার চেষ্টা করছে বিএনপি। ইতোমধ্যে অন্তত অর্ধেক সাংগঠনিক জেলায় অনুষ্ঠিত হয়েছে কাউন্সিল। ঢেলে সাজানো হচ্ছে বিএনপিপন্থী পেশাজীবী সংগঠন ড্যাব ও এ্যাব। এসব তৎপরতা তৃণমূলে প্রাণ ফিরিয়ে আনলেও অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নেতৃত্বের সংকটে ভুগছে দেশের অন্যতম বৃহৎ এ রাজনৈতিক দল।


দশম ও দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন করলেও একাদশ সংসদে ভোটে অংশ নেয় বিএনপি। তবে ব্যাপক কারচুপি ও আগের রাতের ভোটের অভিযোগ তুলে সরে দাঁড়ায় তারা। এখন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দলকে সুসংগঠিত করার প্রচেষ্টা চলছে।


কাউন্সিলে পুরনো নেতৃত্ব, প্রশ্ন স্বচ্ছতা নিয়ে

ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের পর জেলায় জেলায় চলছে কাউন্সিল। দীর্ঘ সময় যেখানে বিএনপির তৎপরতা দেখা যায়নি, সেখানেও জনসমাগম লক্ষ্য করা গেছে। তবে কাউন্সিলে নতুন নেতৃত্বের পরিবর্তে পুরোনোদেরই পুনর্বহাল করা হয়েছে— যা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে অভ্যন্তরে। পিরোজপুরে ভোটবাক্স ছিনতাইয়ের ঘটনায় কাউন্সিল বাতিল হওয়ার ঘটনাও আছে।


পেশাজীবী সংগঠনে নতুন প্রাণ, তবুও অসন্তোষ

ড্যাবের নতুন কমিটি হলেও এ্যাবের নেতৃত্বে জায়গা পেয়েছেন দীর্ঘদিন প্রবাসে থাকা বা নিষ্ক্রিয় প্রকৌশলীরা। ফলে সক্রিয় রাজনৈতিক পটভূমির অনেকেই বঞ্চিত হয়েছেন।


অঙ্গসংগঠন স্থবির, সময় ফুরিয়ে আসছে

অন্যদিকে বিএনপির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে পড়লেও সংস্কারের উদ্যোগ দৃশ্যমান নয়। মুক্তিযোদ্ধা দল ও শ্রমিক দলের মতো সংগঠনের কমিটির মেয়াদ শেষ হয়েছে প্রায় ছয় বছর আগে।


বিশ্লেষকদের শঙ্কা

বিশ্লেষকদের মতে, নির্বাচনের বাকি চার মাসের মধ্যেই সাংগঠনিক ঐক্য না এলে বিএনপি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে। যদিও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, গণতন্ত্রে জয়-পরাজয় স্বাভাবিক বিষয়। তবে অপরাধীদের নেতৃত্বে আনার অভিযোগ সঠিক নয়।

জাতীয় আরোও দেখুন