অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নশীল দেশের পথে এগিয়ে চললেও বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশি পাসপোর্ট এখন লজ্জার প্রতীকে পরিণত হচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত ২০২৫ সালের সর্বশেষ পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান নেমে এসেছে ১০০তম স্থানে, যা গত বছর ছিল ৯৭তম।
একই স্থানে রয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে থাকা উত্তর কোরিয়া। দুটি দেশের নাগরিকই এখন বিশ্বের ২২৭টি ভ্রমণ গন্তব্যের মধ্যে মাত্র ৩৮টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পাচ্ছেন। দুই দশক আগেও বাংলাদেশের অবস্থান ছিল অনেক ভালো—২০০৬ সালে দেশটি ছিল ৬৮তম স্থানে।
বিশেষজ্ঞদের মতে, পাসপোর্টের মান কোনো দেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে নয়, বরং নাগরিকদের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা, অভিবাসন আচরণ ও কূটনৈতিক প্রভাবের ওপর নির্ভর করে। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, “ভুটান বা মিয়ানমারের মতো দেশের পাসপোর্ট আমাদের চেয়ে ভালো—এটা অত্যন্ত লজ্জাজনক। কারণ, অনেক বাংলাদেশি বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিচ্ছেন, যা দেশের ভাবমূর্তি নষ্ট করছে।”
সিপিডি নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, “বাংলাদেশের পাসপোর্ট এত দুর্বল হওয়ার পেছনে অর্থনৈতিক কোনো কারণ নেই। বিশ্বের দরিদ্র দেশগুলোর পাসপোর্টও আমাদের চেয়ে শক্তিশালী। এর কারণ উদ্ঘাটন ও কূটনৈতিকভাবে সমাধান খোঁজা এখন সরকারের জরুরি দায়িত্ব।”
বর্তমানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবচেয়ে নিচের দিকে। ভারত (৮৫), ভুটান (৯২), মিয়ানমার (৯৬), শ্রীলঙ্কা (৯৮)—সব দেশই এগিয়ে। কেবল নেপাল (১০১) ও পাকিস্তান (১০৩) বাংলাদেশের নিচে রয়েছে।
অন্যদিকে, বাংলাদেশের সমকক্ষ অর্থনীতির দেশগুলোর মধ্যে থাইল্যান্ড (৬৬), ভিয়েতনাম (৯২), ফিলিপাইন (৭৯) ও মালয়েশিয়া (১২)—সবগুলোই পাসপোর্ট সূচকে বহু ধাপ এগিয়ে।
অভিবাসন বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে বিদেশে অবৈধ অবস্থান, ট্যুরিস্ট ভিসায় থেকে যাওয়া এবং ভিসা প্রতারণার কারণে বাংলাদেশিদের প্রতি অনেক দেশের আস্থা কমে গেছে। ফলে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম ও সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক দেশ বাংলাদেশিদের ভিসা ইস্যুতে কড়াকড়ি আরোপ করেছে।
অর্থনৈতিক অগ্রগতির বিপরীতে পাসপোর্টের মানের এই অবনমনকে বিশেষজ্ঞরা বলছেন—“জাতীয় অগৌরবের প্রতিচ্ছবি।” তাদের মতে, সামাজিক মূল্যবোধের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং কূটনৈতিক সম্পর্ক জোরদারের মাধ্যমে এই অবস্থান থেকে উত্তরণ সম্ভব।