ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান স্কোয়াড রুবেন আমোরিমের ৩-৪-৩ ফরমেশনের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম নয় বলে মনে করেন ক্লাব কিংবদন্তি পল স্কোলস। এর আগে সাবেক অধিনায়ক ও সর্বোচ্চ গোলদাতা ওয়েন রুনি মন্তব্য করেছিলেন, আমোরিমের অধীনে ইউনাইটেডের পারফরম্যান্স আরও খারাপ হচ্ছে।
গত বছরের ১ নভেম্বর এরিক টেন হাগকে বরখাস্ত করার পর পর্তুগিজ কোচ আমোরিমকে দায়িত্ব দেয় ইউনাইটেড। তবে প্রায় ১০ মাস পার হলেও দলকে ঘুরে দাঁড় করাতে পারেননি তিনি। বরং পারফরম্যান্সে আরও অবনতি দেখা যাচ্ছে।
সর্বশেষ ম্যানচেস্টার ডার্বিতে সিটির কাছে ৩–০ গোলে হেরে মাঠ ছাড়ে ইউনাইটেড। ম্যাচ শেষ হওয়ার আগেই অনেক সমর্থক হতাশ হয়ে গ্যালারি ছেড়ে চলে যান। অথচ দলবদলের মৌসুমে ক্লাবটি ম্যাথিউস কুনহা, ব্রায়ান এমবেউমো এবং বেঞ্জামিন সেসকোর পিছনে প্রায় ২০০ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে। তবুও লিগে এখন পর্যন্ত তারা মাত্র চারটি গোল করতে পেরেছে, যার মধ্যে দুটি আবার আত্মঘাতী।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে স্কোলস বলেন, “আমি মনে করি না এই দলে প্রয়োজনীয় মানের খেলোয়াড় রয়েছে। মিডফিল্ডে ক্যাসেমিরো, ব্রুনো ফার্নান্দেস এবং কোবি মাইনুর বিভিন্ন কম্বিনেশনও কার্যকর হচ্ছে না।”
গত মৌসুমে মাত্র ৪২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে ১৫তম স্থানে শেষ করেছিল ইউনাইটেড। ১৯৮৯–৯০ সালের পর সেটিই ছিল তাদের সবচেয়ে বাজে ফল। একই সঙ্গে শীর্ষ স্তরে ১৯৭৩–৭৪ সালের পর এটিই সবচেয়ে কম পয়েন্ট সংগ্রহের রেকর্ড।
আমোরিম দায়িত্ব নেওয়ার পর প্রায় ২৫০ মিলিয়ন পাউন্ড ব্যয়ে নতুন খেলোয়াড় এনেছেন এবং বিদায় দিয়েছেন দলে অবাঞ্ছিত কয়েকজনকে। তবে ৪০ বছর বয়সী এই কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার পুরোনো সাফল্যের ছক—৩-৪-৩ ফরমেশন—থেকেই তিনি সরে আসবেন না।