বাংলাদেশ, সোমবার, অক্টোবর ২৭, ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় এক সাংবাদিকসহ একই পরিবারের ১০ সদস্য নিহত

NewsPaper

NewsPaper

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৫, ০১:২৬ অপরাহ্ণ

গাজায় ইসরায়েলি হামলায় এক সাংবাদিকসহ একই পরিবারের ১০ সদস্য নিহত

গাজায় ইসরায়েলি হামলায় এক সাংবাদিকসহ একই পরিবারের ১০ সদস্য নিহত। বুধবার (১৬ এপ্রিল) গাজা সিটিতে বিমান হামলায় মৃত্যু হয় তাদের। ওয়াফা নিউজ এজেন্সির এক রিপোর্টে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়।

এ নিয়ে চলমান ইসরায়েলি তাণ্ডবে উপত্যকায় ফিলিস্তিনি সাংবাদিকের প্রাণহানি ছাড়ালো ২৩০ জনেরও বেশি। অপরদিকে গত ২৪ ঘণ্টায় আইডিএফের আগ্রাসনে প্রাণ গেছে আরও ৩৫ ফিলিস্তিনির। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

বর্তমানে উপত্যকায় বাড়িঘর বলতে তেমন কিছু অবশিষ্ট নেই। তাই শরণার্থীদের তাঁবু লক্ষ্য করেই হামলা চালাচ্ছে ইহুদি বাহিনী।

সবশেষ বৃহস্পতিবারও ভোরের আলো ফোটার আগেই খান ইউনিস, দেইর আল বালাহ, জাবালিয়াসহ বেশকিছু স্থানে বিমান হামলা চালায় তেলআবিব। যাতে নতুন করে নিহত হয়েছে আরও ১৮ জনের।

গাজায় দেড় বছর ধরে চলা ইসরায়েলি হত্যাযজ্ঞে এযাবৎ মৃত্যুর মুখ দেখেছে ৫১ হাজার ফিলিস্তিনি।

বিশ্ব আরোও দেখুন