ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এক আনুষ্ঠানিক বিবৃতিতে তারা জানায়, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়ে এখন তারা আকাশসীমার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে, শক্তিশালী ‘ফাতাহ’ মিসাইল ব্যবহার করে এই প্রতিরক্ষা বলয় ভেঙে ফেলে আইআরজিসি। তাদের দাবি, এই সফল হামলার মাধ্যমেই প্রমাণ হয়েছে—ইসরায়েলের আকাশসীমা এখন আর সুরক্ষিত নয় এবং দেশটির জনগণ ইরানি হামলার বিপরীতে অরক্ষিত অবস্থায় রয়েছে।
এই ঘটনার প্রেক্ষাপটে ইরান এমন সময় এ দাবি করলো, যখন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আকাশসীমা হস্তগত করার অভিযোগ আনেন এবং দেশটির ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেন। ট্রাম্পের এমন বক্তব্যের পরই পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এই ঘোষণা দেয় আইআরজিসি।