বাংলাদেশ, সোমবার, অক্টোবর ২৭, ২০২৫

সৌদিতে এক মঞ্চে বলিউডের তিন খান—শাহরুখ, সালমান ও আমির

NewsPaper

অনলাইন সংস্করণ

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫, ০৭:২৪ অপরাহ্ণ

সৌদিতে এক মঞ্চে বলিউডের তিন খান—শাহরুখ, সালমান ও আমির

বলিউডের তিন কিংবদন্তি তারকা শাহরুখ খান, সালমান খান ও আমির খান—তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে কখনোই একসঙ্গে বড় পর্দায় দেখা দেননি। তবে এবার তারা একসঙ্গে হাজির হতে যাচ্ছেন সৌদি আরবে একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে।


সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ) আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য ও বিনোদন সম্মেলন ‘জয় ফোরাম’-এ অংশ নেবেন এই তিন তারকা। প্রতিষ্ঠানটি সৌদির বিনোদন শিল্পের নিয়ন্ত্রক সংস্থা।


এ বছরের জয় ফোরাম অনুষ্ঠিত হবে রিয়াদের বুলেভার্ড সিটির এসইএফ এরেনায়, বৃহস্পতিবার ও শুক্রবার। সেখানে ৩০টিরও বেশি দেশের অতিথি অংশ নেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।


ফোরামের শেষ দিন, অর্থাৎ শুক্রবার, এক বিশেষ সেশনে উপস্থিত থাকবেন শাহরুখ, সালমান ও আমির। সেই সেশনে তারা নিজেদের ক্যারিয়ার, বলিউডের পরিবর্তন ও সিনেমার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন।


বর্তমানে শাহরুখ খান ব্যস্ত তাঁর আসন্ন সিনেমা ‘কি’-এর শুটিংয়ে।

সালমান খান শেষ করেছেন ‘ব্যাটল অব গালওয়ান’ ছবির প্রথম ধাপের শুটিং।

অন্যদিকে আমির খান প্রস্তুতি নিচ্ছেন ‘দাদা সাহেব ফালকে’ বায়োপিক নির্মাণের জন্য।


সূত্র: বলিউড হাঙ্গামা