বাংলাদেশ, সোমবার, অক্টোবর ২৭, ২০২৫

মিশিগানে জেমসের সঙ্গে স্টেজে জায়েদ খান, আড্ডায় মুগ্ধতা

NewsPaper

অনলাইন সংস্করণ

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ

মিশিগানে জেমসের সঙ্গে স্টেজে জায়েদ খান, আড্ডায় মুগ্ধতা

ঢালিউড অভিনেতা জায়েদ খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগেই আমেরিকায় পাড়ি জমান। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আর দেশে ফেরেননি তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্টেজ শো ও সাংস্কৃতিক আয়োজনে ব্যস্ত সময় কাটাচ্ছেন।


সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত জনপ্রিয় ব্যান্ডশিল্পী জেমসের সঙ্গে সময় কাটিয়েছেন জায়েদ খান। এই আয়োজনে ছিলেন নন্দিত সংগীতশিল্পী রিজিয়া পারভিন ও ঢাকাই সিনেমার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিও। মিশিগানের দর্শকরাও শোটি ভীষণ উপভোগ করেছেন।


জেমস সম্পর্কে সামাজিক মাধ্যমে এক পোস্টে জায়েদ খান লিখেছেন—

“আপনার সঙ্গে আড্ডা দিতে গিয়ে সময় কখন কেটে যায় টেরই পাই না। আপনার আদর, স্নেহ, শাসন আমাকে গভীরভাবে আবেগপ্রবণ করে তোলে। আল্লাহ আপনাকে সুস্থ ও ভালো রাখুন—এই দোয়া সবসময় করি।”


আয়োজক শুভ কামালও জানিয়েছেন, জেমস জায়েদ খানকে ভীষণ পছন্দ করেছেন। মজার ছলে জেমস এমনকি জানতে চেয়েছেন, “হাফ প্যান্ট আর গেঞ্জি কোথা থেকে কিনেছেন?” শুভ কামাল তার সামাজিক মাধ্যম পোস্টে লিখেছেন—

“জায়েদ খান ভাই থাকলে যে কোনো আড্ডা জমতে বাধ্য। গুরুও (জেমস) তাকে পছন্দ করেন। তারা দীর্ঘ সময় প্রাণ খুলে আড্ডা দিয়েছেন। জায়েদ ভাই আমাকে বলেছেন—দেখেছেন গুরু আমাকে যেমন আদর করেন, তেমন আর কোনো শিল্পীকে করেন না।