কে ভেবেছিল, পাকিস্তানের বিপক্ষে এত সহজেই জয় তুলে নেবে বাংলাদেশ? ঘরের মাঠে ফিরে যেন আগের সেই আত্মবিশ্বাসই ফিরে পেল টাইগাররা। আজ রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানকে একেবারেই পাত্তা না দিয়ে সহজ জয় পেয়েছে বাংলাদেশ।
মাস দেড়েক আগে পাকিস্তান সফরে টাইগাররা টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল। তবে এবার ঘরের মাঠে সেই হারের মধুর প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। ৯ বছর পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পেল টাইগাররা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১০ রান করতে পেরেছে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন ফখর জামান।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৫ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক লিটন দাস বলেন,
‘মিরপুরের উইকেট সম্পর্কে আমরা জানি, কারণ এখানে অনেক ম্যাচ খেলেছি। দ্বিতীয় ইনিংসে শিশির পড়ায় বল ভালো আসছিল। আজ দ্রুত উইকেট তুলে নিতে পেরেছিলাম।’
তিনি আরও বলেন, ‘ক্যাচ মিস কখনও হয়, কখনও আবার কঠিন ক্যাচও ধরা পড়ে। মুস্তাফিজ এখানে কেমন কার্যকর সেটা তো সবাই জানে। তাসকিন আর সাকিবও দারুণ বল করেছে।