বাংলাদেশ, সোমবার, অক্টোবর ২৭, ২০২৫

গাড়ি দুর্ঘটনায় যুবকের মৃত্যু, অভিনেত্রী নন্দিনী কাশ্যপ গ্রেপ্তার

NewsPaper

অনলাইন সংস্করণ

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ণ

গাড়ি দুর্ঘটনায় যুবকের মৃত্যু, অভিনেত্রী নন্দিনী কাশ্যপ গ্রেপ্তার

আসামের অভিনেত্রী নন্দিনী কাশ্যপের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হওয়া সামিউল হক (২২) নামের পৌর করপোরেশনের এক কর্মচারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুর্ঘটনার পর অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, গত ২৫ জুলাই মধ্যরাতে আসামের গুয়াহাটির কাহিলিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সামিউল হক ওই সময় স্ট্রিটলাইট মেরামতের কাজ করছিলেন। এ সময় অভিনেত্রী নন্দিনীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। প্রত্যক্ষদর্শীরা তাকে অনুসরণ করে থামান এবং বিষয়টি নিয়ে কথা বলেন।


আহত অবস্থায় সামিউল হককে প্রথমে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি কয়েকদিন লাইফ সাপোর্টে ছিলেন। পরে তার মৃত্যু হয়। এই তথ্য নিশ্চিত করেছেন গুয়াহাটির মেয়র মৃগেন সারানিয়া।


২৮ জুলাই দিসপুর থানায় অভিনেত্রী নন্দিনীকে প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি দাবি করেন, দুর্ঘটনার মুহূর্তে পরিস্থিতি বুঝে উঠতে পারেননি এবং ঘটনাস্থল থেকে পালানোর বিষয়টিও অস্বীকার করেন। তিনি বলেন, পরে আহতের অবস্থা জানতে পেরে পরিবারের সঙ্গে দেখা করেন এবং চিকিৎসায় আর্থিক সহায়তা দিতে চান।


পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ব্যবহৃত গাড়িটি (নম্বর AS-01FM-9199) জব্দ করা হয়েছে এবং তদন্ত চলছে। তবে সামিউলের পরিবার অভিযোগ করেছে, অভিযুক্ত তারকা হওয়ায় তদন্তে স্বচ্ছতা নেই। তারা কেবল ন্যায়বিচার চান এবং তারকা পরিচয়ের কারণে কোনো ছাড় দেয়া হোক—তা মেনে নেবেন না।