বাংলাদেশ, সোমবার, অক্টোবর ২৭, ২০২৫

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস এ৩৩০-৩০০, মোট বিমান সংখ্যা ২৫

NewsPaper

অনলাইন সংস্করণ

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫, ০২:২৩ অপরাহ্ণ

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস এ৩৩০-৩০০, মোট বিমান সংখ্যা ২৫

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছে তৃতীয় এয়ারবাস এ৩৩০-৩০০ বিমান। মঙ্গলবার সকালে স্পেনের ট্যুরেল থেকে আসা এই অত্যাধুনিক বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


বিমানটি গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সংযোজনের মাধ্যমে সংস্থাটির মোট বিমান সংখ্যা দাঁড়াল ২৫টি।


নতুন এই এয়ারবাস এ৩৩০-৩০০-তে রয়েছে ৪৩৬টি আসন। ইউএস-বাংলা জানিয়েছে, বিমানটি দিয়ে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও মদিনা রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।


বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে রয়েছে—

✈️ তিনটি এয়ারবাস এ৩৩০-৩০০

✈️ নয়টি বোয়িং ৭৩৭-৮০০

✈️ দশটি এটিআর ৭২-৬০০


এয়ারক্রাফট সংখ্যার ভিত্তিতে ইউএস-বাংলা এখন দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা।


সংস্থাটি বর্তমানে দেশের সব অভ্যন্তরীণ রুট ছাড়াও আন্তর্জাতিকভাবে কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।