৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বড়সড় সাফল্য পেয়েছেন বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা। এ আসরে তিনি এখন পর্যন্ত ১০ লাখ ৩৯ হাজার ভোট পেয়ে সবার শীর্ষে আছেন। বিষয়টি নিশ্চিত করেছে মিস ইউনিভার্স বাংলাদেশ।
সোমবার (১৭ নভেম্বর) নিজেদের অফিসিয়াল পেজে মিথিলার ছবি প্রকাশ করে পরিচালক মুস্তফা ইসলাম ডিউক লিখেছেন—
“অভিনন্দন বাংলাদেশ! আমরা ১০ লাখ ৩৯ হাজার ভোট পেয়েছি। গতকাল একই সময়ে ভোট ছিল ৭ লাখ ৩৯ হাজার। মাত্র ২৪ ঘণ্টায় বাংলাদেশ ৩ লাখ ভোট দিয়েছে—এটাই ইতিহাস!”
মিস ইউনিভার্স প্রতিযোগিতা বিশ্বের অন্যতম জনপ্রিয় আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা, যার বার্ষিক বাজেট প্রায় ১০০ মিলিয়ন ডলার। প্রতিবছর চূড়ান্ত অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রম মিলিয়ে এটি ৫০ কোটির বেশি বার দেখা হয়।