বাংলাদেশ, বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫

সমালোচনার মুখে যুক্তরাজ্যের মন্ত্রিত্ব ছাড়লেন এমপি রুশনারা আলী

NewsPaper

অনলাইন সংস্করণ

প্রকাশিত: ০৮ আগস্ট, ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ণ

সমালোচনার মুখে যুক্তরাজ্যের মন্ত্রিত্ব ছাড়লেন এমপি রুশনারা আলী

ভাড়াটিয়াদের উচ্ছেদ এবং বাড়িভাড়ায় বড় ধরনের বৃদ্ধির অভিযোগের মুখে যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। তিনি নিজের মালিকানাধীন টাউনহাউস থেকে চার ভাড়াটিয়াকে উচ্ছেদ করে একলাফে ভাড়া ৭০০ পাউন্ড বাড়ানোর ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েন।


স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ আগস্ট) এক বিবৃতির মাধ্যমে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিট তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিও।


বলা হয়, পূর্ব লন্ডনের নিজস্ব বাড়ি থেকে ভাড়াটিয়াদের উচ্ছেদ এবং অতিরিক্ত ভাড়া বৃদ্ধির যে অভিযোগ উঠেছে, তা দেশটির ভাড়াটিয়া অধিকার আইনের পরিপন্থী বলে গণমাধ্যম ও বিরোধী দলগুলো দাবি করছে। ফলে রুশনারা আলীর বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে।


রুশনারা আলী হলেন যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি। ২০১০ সাল থেকে তিনি টানা লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস থেকে এমপি নির্বাচিত হয়ে আসছেন। তাঁর পদত্যাগ ব্রিটিশ রাজনীতিতে আলোচিত এক বিতর্কের নতুন মাত্রা যোগ করেছে।