বাংলাদেশ, বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫

তারেক রহমানের জন্মদিনে কেক কাটা ও উৎসব নিষিদ্ধ করল বিএনপি

NewsPaper

অনলাইন সংস্করণ

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ণ

তারেক রহমানের জন্মদিনে কেক কাটা ও উৎসব নিষিদ্ধ করল বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আগামী ২০ নভেম্বর। দিনটি উপলক্ষ্যে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের জন্য একটি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।


মঙ্গলবার (১৮ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো, আলোচনাসভা কিংবা অন্য কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না।


বিজ্ঞপ্তিতে ঢাকাসহ সারাদেশে বিএনপির সব ইউনিট ও এর নেতাকর্মীদের এই নির্দেশনা কঠোরভাবে পালনের কথা বলা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে বিএনপি এবার তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মদিনটি উৎসবের পরিবর্তে নীরবতার মধ্য দিয়ে পালন করার সিদ্ধান্ত নিল।