বাংলাদেশ, সোমবার, অক্টোবর ২৭, ২০২৫

শেরপুরে অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবরের চেষ্টা, স্বামী পলাতক

NewsPaper

অনলাইন সংস্করণ

প্রকাশিত: ০৯ আগস্ট, ২০২৫, ১১:২২ পূর্বাহ্ণ

শেরপুরে অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবরের চেষ্টা, স্বামী পলাতক

শেরপুরে অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করে পালিয়ে গেছেন এক স্বামী। শুক্রবার (৮ আগস্ট) জেলার শ্রীবরদী উপজেলার মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ জানান, অভিযুক্তের নাম খলিলুর রহমান। ছেলেমেয়ের বিয়ের পর থেকে তিনি একাই অসুস্থ, শয্যাশায়ী স্ত্রীকে দেখাশোনা করছিলেন। দীর্ঘদিন সেবা করতে গিয়ে তিনি মানসিক অশান্তিতে ভুগছিলেন।


এ অবস্থায় শুক্রবার সকালে স্ত্রীকে ঘর থেকে টেনে বাড়ির উঠানে কবর দিতে যান তিনি। স্থানীয়রা এ দৃশ্য ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গেলে খলিলুর পালিয়ে যান।