বাংলাদেশ, বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫

প্রথমবারের মতো নোয়াখালী নিয়ে দীর্ঘ ধারাবাহিক ‘নোয়াখালী এক্সপ্রেস’ সম্প্রচার শুরু

NewsPaper

অনলাইন সংস্করণ

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫, ০৫:০১ অপরাহ্ণ

প্রথমবারের মতো নোয়াখালী নিয়ে দীর্ঘ ধারাবাহিক ‘নোয়াখালী এক্সপ্রেস’ সম্প্রচার শুরু

নোয়াখালী অঞ্চল ও স্থানীয় ভাষাকে কেন্দ্র করে অসংখ্য নাটক নির্মিত হলেও এবারই প্রথম তৈরি হলো দীর্ঘ ধারাবাহিক নাটক। নোয়াখালী নিয়ে মানুষের ভেতরে-বাইরে গড়ে ওঠা বহু ফ্যান্টাসি ও লোককথাকে ঘিরে নির্মিত হয়েছে বিশেষ টিভি সিরিজ ‘নোয়াখালী এক্সপ্রেস’।


অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় ধারাবাহিকটি আজ (১৫ নভেম্বর) থেকে গ্লোবাল টিভিতে সপ্তাহে চার দিন—শনিবার, রবিবার, সোমবার ও মঙ্গলবার—সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে।


সিরিজটির প্রচার উপলক্ষে শনিবার সকালে গ্লোবাল টেলিভিশন অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা অরণ্য আনোয়ার, গ্লোবাল টিভির চেয়ারম্যান হারুনুর রশীদ, অভিনেতা সুজাত শিমুল, আমিন আজাদসহ নাটকের অভিনয়শিল্পী ও সংশ্লিষ্টরা।


গল্পের প্রসঙ্গে অরণ্য আনোয়ার জানান, নোয়াখালীর জনপ্রিয় মিথ, লোককথা ও কাল্পনিক গল্পগুলো বাস্তবতার ছোঁয়ায় তুলে ধরা হয়েছে এই সিরিজে। যেমন—চাঁদে নোয়াখালীর বুড়ির বসবাস বা নোয়াখালী স্বতন্ত্র দেশ হলে ইউরোপের মতো সমৃদ্ধ হতে পারে—এমন কল্পনাগুলোই নাটকে রূপ পেয়েছে। নাটকে দেখানো হয়েছে ‘নোয়াখালী এক্সপ্রেস’ নামে একটি নভোযানও। বৃহত্তর নোয়াখালীর ঐতিহাসিক বিস্তৃতি, পার্শ্ববর্তী জেলা এমনকি ভারতের ত্রিপুরা পর্যন্ত ছড়িয়ে থাকা নোয়াখালীর সম্পদের গল্পও এতে স্থান পেয়েছে।


গ্লোবাল টিভির চেয়ারম্যান হারুনুর রশীদ জানান, দর্শকের ভালো সাড়া মিললে ধারাবাহিকটি ৫০০ পর্ব পর্যন্ত চালানো হবে।


দীর্ঘ ছয় বছর পর অরণ্য আনোয়ার টিভি সিরিজ নির্মাণে ফিরেছেন। এর আগে ২০১৯ সালে মাছ রাঙা টিভিতে প্রচার হয়েছিল তাঁর পরিচালিত ৩১২ পর্বের ধারাবাহিক ‘ফুল এইচ ডি’।


পুবাইল, গাজীপুর ও নোয়াখালীর বিভিন্ন জায়গা জুড়ে শুটিং করা এই নাটকে অভিনয় করেছেন সুজাত শিমুল, আশরাফুল আলম সোহাগ, আশরাফ সুপ্ত, আমিন আজাদ, রেশমা আহমেদ, ফারজানা মিহি, সুমাইয়া অর্পা, রেজমিন সেতু, তাবাসসুম মিথিলা, অধরা নিহারিকা, হীরামনি, ফারিয়া, জান্নাত রুপু, শেহজাদ ওমর, তনয় বিশ্বাসসহ একঝাঁক নতুন মুখ।