বাংলাদেশ, বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫

ইতিহাস গড়ল স্পেন: নারী ইউরো ফাইনালে জার্মানিকে হারিয়ে প্রথমবার

NewsPaper

অনলাইন সংস্করণ

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ণ

ইতিহাস গড়ল স্পেন: নারী ইউরো ফাইনালে জার্মানিকে হারিয়ে প্রথমবার

হাড্ডাহাড্ডি লড়াই শেষে নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাস গড়েছে স্পেন। সেমিফাইনালে শক্তিশালী জার্মানিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে স্প্যানিশ মেয়েরা। জয়সূচক একমাত্র গোলটি করেন আয়তানা বোনমাতি।


টুর্নামেন্ট শুরুর ঠিক আগে ভাইরাল মেনিনজাইটিস থেকে সেরে উঠে মাঠে ফেরেন বোনমাতি। আগের পাঁচ ম্যাচে গোল না পেলেও ঠিক সময়মতো নিজেকে প্রমাণ করলেন তিনি। ৯০ মিনিট গোলশূন্য থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। টাইব্রেকারের শঙ্কার মধ্যেই ১১৩ মিনিটে সতীর্থ রেবেকা নাকের সঙ্গে বোঝাপড়ায় গোলটি করেন দুইবারের ব্যালন ডি’অরজয়ী বোনমাতি।


এই গোলেই নিশ্চিত হয় স্পেনের প্রথম নারী ইউরো ফাইনাল। সেখানে তারা মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রোববার (২৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায়, সুইজারল্যান্ডের সেন্ট জ্যাকব পার্কে।