বাংলাদেশ, বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫

চট্টগ্রামে প্রেমজনিত বিরোধে যুবক খুন

NewsPaper

অনলাইন সংস্করণ

প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৫, ০৭:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামে প্রেমজনিত বিরোধে যুবক খুন

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় মো. হাসিব (২৪) নামে এক তরুণকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) হামজারবাগের সঙ্গীত আবাসিক এলাকার একটি নালা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।


নিহত হাসিব জঙ্গলপাড়া এলাকার বাসিন্দা এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।


পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মোহাম্মদ সোলাইমান) জানান,


“হাসিবকে সামনে ও পেছনে ছুরিকাঘাত করা হয়েছে। হত্যার আগে কেউ তাকে বাসা থেকে ডেকে নিয়েছিল বলে জানা গেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। খুনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”


স্থানীয় সূত্রে জানা যায়, হামজারবাগ এলাকার জাহেদ নামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাসিবের প্রেমের সম্পর্ক ছিল। ওই নারী স্বামীকে তালাক দিয়ে হাসিবকে বিয়ে করেন।


তালাকের খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে দেশে ফিরে আসেন প্রবাসী জাহেদ। বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ার পর রবিবার রাতে হাসিবকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ।

সারা দেশ আরোও দেখুন