সাবেক স্ত্রী রিয়া মনির দায়ের করা হত্যাচেষ্টা ও মারধরের মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম ওয়াহিদুজ্জামান এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী।
আইনজীবী জানান, আসামিরা জামিনে থাকলেও নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে জামিনের শর্ত ভঙ্গ করছেন। এ কারণে তাদের জামিন বাতিলের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার বিবরণে বলা হয়েছে, দাম্পত্য কলহের জেরে হিরো আলম স্ত্রী রিয়া মনিকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন। পরে গত ২১ জুন মীমাংসার কথা বলে হাতিরঝিলের একটি বাসায় রিয়া মনিকে ডাকা হয়। তিনি পরিবারসহ সেখানে পৌঁছালে হিরো আলমসহ ১০–১২ জন ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
পরবর্তীতে অভিযুক্তরা রিয়া মনিকে তার নিজের বাসায় ঢুকে কাঠের লাঠি দিয়ে মারধর করেন এবং তার গলায় থাকা দেড় ভরি সোনার চেইন নিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ঘটনার পর ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর বগুড়ার ধুনটে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েন হিরো আলম।
২৭ জুন তাকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে সেদিনই রিয়া মনি ঢাকায় থেকে ছুটে গিয়ে তাকে দেখতে যান।