অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, শ্বেতপত্র বাস্তবায়নের বিষয়ে প্রধান উপদেষ্টার উৎসাহ দেখা গেলেও সরকারের উপদেষ্টামণ্ডলী, আমলা ও কর্মকর্তাদের মধ্যে সেই আগ্রহ দেখা যায়নি। বরিশাল নগরীর একটি হোটেলে আয়োজিত নাগরিক সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, এ অবস্থায় অসম্পূর্ণ সংস্কারগুলোকে নির্বাচনী ইশতেহারের মধ্যে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছেন তিনি। সরকারের বাকী সময়ে সংবিধান পরিবর্তন ছাড়াই কিছু সংস্কার কার্যাদেশের মাধ্যমে স্বচ্ছভাবে এগিয়ে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেন। দেবপ্রিয় জানান, এসব সংস্কারের অগ্রগতি ডিজিটালভাবে একটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যেখানে নাগরিকরা সহজেই তা দেখতে পারবেন। আগামী মাসের মধ্যেই এ উদ্যোগ সবার সামনে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
সংলাপে বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী, এনসিপি নেতা আবু সাইদ মুসা, জামায়াতের মহানগর আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন এবং বক্তব্য দেন।