ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা প্রথমবারের মতো একসঙ্গে দুটি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করছেন। একটি ঝুমুর আসমা জুঁইয়ের ‘দুই পয়সার মানুষ’, অন্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’, পরিচালনায় সাদেক সিদ্দিকী। ইতিমধ্যেই শেষ করেছেন দুটি সিনেমার প্রথম লটের কাজ।
সিনেমায় প্রথম অভিজ্ঞতা নিয়ে প্রভা বলেন, ‘এই প্রথম নায়িকা নায়িকা একটা ফিল পাচ্ছি। কেউ মাথার ওপর ছাতা ধরছেন, কেউ আবার ডাব কেটে আনছেন। নাটক-বিজ্ঞাপনের ইউনিটের তুলনায় চলচ্চিত্রের ইউনিট অনেক বড়।’
তিনি জানান, নারী নির্মাতা ঝুমুর আসমা জুঁই ও প্রবীণ নির্মাতা সাদেক সিদ্দিকী দুজনেই তাকে যথেষ্ট সমাদর করেছেন।
দুই দশকের ক্যারিয়ার পার করে নিজের উপলব্ধি জানাতে গিয়ে প্রভা বলেন, ‘আমি স্টারডম দেখাতে পারি না—এটাকে আমার ব্যর্থতা বা সফলতা দুটিই বলা যায়। ভুল করেছি, আবার ভুল থেকে শিক্ষা নিয়েছি। থেমে যাইনি। এই ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে, কৃতজ্ঞ থাকব সারা জীবন।