বাংলাদেশ, বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫

রাঙামাটিতে কোটা বৈষম্যের প্রতিবাদে ৩৬ ঘণ্টার হরতাল ঘোষণা

NewsPaper

অনলাইন সংস্করণ

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫, ০৭:০১ অপরাহ্ণ

রাঙামাটিতে কোটা বৈষম্যের প্রতিবাদে ৩৬ ঘণ্টার হরতাল ঘোষণা

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগ তুলে ৩৬ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় রাঙ্গামাটি শহরের বনরূপায় এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। হরতাল শুরু হবে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এবং চলবে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে আইনশৃঙ্খলা বাহিনী, জরুরি সেবা, সংবাদপত্র এবং পচনশীল পণ্য পরিবহন এই কর্মসূচির আওতার বাইরে থাকবে।


সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষার্থী ইব্রাহিম রুবেল হরতালের ঘোষণা দেন। বক্তারা জানান, জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় নানা অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করে ২১ নভেম্বর নতুন তারিখ ঘোষণা করা হলেও অভিযোগগুলো নিরসনে জেলা পরিষদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে।


আন্দোলনকারীরা এর আগে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আট দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেন এবং ২৪ ঘণ্টার আলটিমেটামও ঘোষণা করেছিলেন। তারা বলেন, প্রশ্নফাঁসসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের কারণে নিয়োগের পুরো প্রক্রিয়া অবিশ্বস্ত হয়ে পড়েছে। তাই কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র প্রণয়ন, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রশ্ন সংরক্ষণ, স্বচ্ছ মূল্যায়ন, বাঙালি ও তফসিলভুক্ত উপজাতীয়দের আলাদা তালিকা প্রকাশসহ সব অসঙ্গতি দূর করার দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন।


বক্তাদের দাবি—কোটা নীতিতে বৈষম্য দূর করে মেধার ভিত্তিতে ন্যায্য নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার প্রস্তুতি রয়েছে তাদের।