বাংলাদেশ, বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫

নারী নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষায় পাঁচ দফা অগ্রাধিকার ঘোষণা করলেন তারেক রহমান

NewsPaper

অনলাইন সংস্করণ

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ণ

নারী নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষায় পাঁচ দফা অগ্রাধিকার ঘোষণা করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ডিজিটাল প্রযুক্তি আজ ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বৈশ্বিক রাজনৈতিক ও সামাজিক সম্পর্ক—সব ক্ষেত্রেই গভীর প্রভাব ফেলছে। দ্রুতগতিতে এগিয়ে চলা প্রযুক্তি বিশ্বকে যেমন বদলে দিচ্ছে, তেমনি বাংলাদেশেও তার বড় প্রভাব পড়ছে। নিজের ৬১তম জন্মদিনে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, অনেক সময় তিনি ও তার স্ত্রী ভাবেন—তাদের শৈশবের পৃথিবী আর আজ তাদের মেয়ের সামনে থাকা পৃথিবী কতটাই না ভিন্ন। সুযোগ যেমন বেড়েছে, তেমনি ঝুঁকিও বেড়েছে বহুগুণ।

তারেক রহমান বলেন, বাংলাদেশ এগিয়ে যেতে চাইলে নারীদের ভয়–আতঙ্ক নিয়ে বাঁচা চলবে না। প্রতিদিন বহু নারী শুধু কথা বলার, কাজ করার, পড়াশোনা করার বা স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করার জন্যই হয়রানি, হুমকি, বুলিং ও সহিংসতার মুখোমুখি হন। এটি সেই বাংলাদেশ নয়, যার স্বপ্ন তারা দেখেন। তিনি বলেন, নারীকে ঘর ও বাইরে, অনলাইন ও বাস্তব জীবনে, ব্যক্তিগত ও পেশাগত সব ধাপে নিরাপদ অনুভব করতে হবে। এ বাস্তবতা গড়ে তুলতে তিনি নারীদের অনলাইন নিরাপত্তা, সার্বজনীন সুরক্ষা, ডিজিটাল নিরাপত্তা শিক্ষা, কমিউনিটি-ভিত্তিক সহায়তা এবং নারীর নেতৃত্ব বৃদ্ধির জন্য বিস্তৃত জাতীয় উদ্যোগের কথা উল্লেখ করেন।

তিনি জানান, নারীদের নিরাপত্তা নিশ্চিত হলে বাংলাদেশ আরও শক্তিশালী ও অদম্য হয়ে উঠবে। রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় যাই থাকুক না কেন, নারীর নিরাপত্তা ও ক্ষমতায়নের বিষয়ে দেশকে একটি অভিন্ন অবস্থানে দাঁড়াতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তিনি একটি নিরাপদ, সমতাপূর্ণ ও প্রযুক্তি–সহায়ক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে।