আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। বুধবার (১৯ নভেম্বর) আগারগাঁওয়ে কমিশন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এই দাবি তুলে ধরেন।
তিনি বলেন, “দেশ এখন একটি গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সময় নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনকে দৃঢ় অবস্থানে থাকতে হবে এবং তাদের যে লোকবল আছে, তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। কমিশনের কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিলে রাজনৈতিক প্রক্রিয়ায় গুণগত পরিবর্তন আসবে।”
নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, নিয়ম মেনে নির্বাচন করা সব রাজনৈতিক দলেরই দায়িত্ব। আচরণবিধির প্রতিপালন অপরিহার্য এবং এ বিষয়ে কোনো মতবিরোধ নেই। তফসিলের বাইরে যাওয়ার সুযোগ না থাকলেও অঙ্গীকারনামা কার্যকর করতে শাস্তির বিধান স্পষ্ট হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
সংলাপে বিএনপির দেওয়া প্রস্তাবগুলো পুরোপুরি প্রতিফলিত হয়নি বলেও মন্তব্য করেন ড. মঈন খান।