বাংলাদেশ, সোমবার, অক্টোবর ২৭, ২০২৫

গুগলের কৌশল: সফটওয়্যার ব্যবসা রক্ষায় পিক্সেলকে সেরা করছে না তারা

NewsPaper

NewsPaper

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ণ

গুগলের কৌশল: সফটওয়্যার ব্যবসা রক্ষায় পিক্সেলকে সেরা করছে না তারা

স্মার্টফোনের বাজারে সেরা হওয়ার কোনো ইচ্ছা নেই গুগলের—এমনই মন্তব্য করেছেন প্রযুক্তি বিশ্লেষকদের একাংশ। তাদের মতে, গুগল ইচ্ছে করেই তাদের তৈরি পিক্সেল ফোনকে বিশ্বের সেরা ডিভাইস বানাচ্ছে না।


অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ও স্মার্টফোন হার্ডওয়্যার—দুটোরই মালিক গুগল। তবুও তাদের তৈরি পিক্সেল ফোন বিক্রি হয় সীমিত পরিমাণে। প্রতি অর্থবছরে হাতেগোনা কয়েকটি মডেল বাজারে এলেও বিক্রির সংখ্যা খুব কম। অথচ ক্যামেরার দিক থেকে এটি অন্যতম সেরা স্মার্টফোন বলে মনে করেন বিশেষজ্ঞরা।


তবে বাজারে টিকে থাকতে না পারার মূল কারণ হিসেবে বিশ্লেষকরা উল্লেখ করেছেন ফিচারের সীমাবদ্ধতা। প্রতিযোগী অ্যান্ড্রয়েড ফোনগুলো যেখানে নানা সুবিধা দিচ্ছে, সেখানে পিক্সেল তুলনামূলকভাবে পিছিয়ে পড়েছে। ফলে গ্রাহকদের কাছে ফোনটির আকর্ষণ কমছে।


অন্যদিকে নতুন কোনো অ্যান্ড্রয়েড ফিচার সবার আগে দেখা যায় স্যামসাংয়ের ফোনে, পিক্সেলে নয়। এ বিষয়টি নিয়েও গ্রাহকদের মধ্যে প্রশ্ন উঠেছে। কারণ, গুগল প্রথম পর্যায়ে অনেক ফিচার কেবল স্যামসাংকে দেয়, পরে তা অন্যান্য ফোনে ব্যবহারের অনুমতি দেয়।


বিশ্লেষকদের মতে, এর পেছনে রয়েছে কৌশলগত হিসাব। অ্যান্ড্রয়েড সফটওয়্যার থেকেই গুগল বিপুল রাজস্ব আয়ে করে। যদি তারা নিজেরাই সেরা অ্যান্ড্রয়েড ফোন বাজারে আনে, তবে স্যামসাংসহ অন্যান্য নির্মাতারা গুগলের ওপর নির্ভরশীলতা কমাবে। এতে সফটওয়্যার ব্যবসায় সরাসরি প্রভাব পড়বে।


তাদের দাবি, এই কারণেই গুগল জেনেশুনেই পিক্সেলকে সেরা স্মার্টফোন বানাচ্ছে না।