তাইওয়ান ইস্যুতে জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক মন্তব্য প্রত্যাহারে আবারও চাপ বাড়িয়েছে চীন। বুধবার (১৯ নভেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ দাবি জানান।
মাও নিং বলেন, জাপানি প্রধানমন্ত্রীর বক্তব্য ‘ভুল মন্তব্য’ এবং এটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি টোকিওকে দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষায় দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় বেইজিং।
তিনি সতর্ক করে বলেন—জাপান যদি চীনের উদ্বেগকে গুরুত্ব না দেয়, তাহলে কঠোর ও দৃঢ় প্রতিক্রিয়া জানানো ছাড়া চীনের আর কোনো পথ থাকবে না।
এ ছাড়া সম্প্রতি জাপানের সামুদ্রিক খাদ্য আমদানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দিয়েছে বেইজিং—এ খবর নিশ্চিত করেছে জাপানি গণমাধ্যম কিয়োডো নিউজ এবং এনএইচকে। তবে চীনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নোটিশ পায়নি বলে জানিয়েছে জাপান সরকার।