ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী জানিয়েছেন, ককটেল নিক্ষেপ বা বাসে আগুন দেওয়ার চেষ্টা করলে আইন অনুযায়ী পুলিশ গুলি চালাতে পারে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি জানান, সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণ ও সমাধানের জন্য ডিএমপির এই সাপোর্ট সেন্টার ২৪ ঘণ্টা কার্যক্রম পরিচালনা করবে।
পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণে পুলিশের এসআইসহ তিন সদস্য আহত হওয়ার ঘটনাকে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, এ ধরনের হামলা পুলিশের মনোবল ভেঙে দেয়। তাই আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আঘাত বা অসদাচরণ না করার আহ্বান জানান তিনি।
তিনি আরও সতর্ক করে বলেন, পুলিশ দায়িত্ব পালন না করলে ৫ আগস্টের ঘটনার পর যেমন সাধারণ মানুষকে নিজ দায়িত্বে লাঠি হাতে রাত জেগে পাহারা দিতে হয়েছে, ভবিষ্যতে আবারও তেমন পরিস্থিতি তৈরি হতে পারে।
প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুরের পল্লবী থানার সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণে একজন এএসআইসহ তিনজন আহত হন।