বাংলাদেশ, বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫

ফতুল্লায় দুর্বৃত্তদের আগুনে পার্ক করা যাত্রীবাহী বাস পুড়ে ছাই

NewsPaper

অনলাইন সংস্করণ

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫, ০৭:১৬ অপরাহ্ণ

ফতুল্লায় দুর্বৃত্তদের আগুনে পার্ক করা যাত্রীবাহী বাস পুড়ে ছাই

নারায়ণগঞ্জের ফতুল্লায় পার্ক করা একটি যাত্রীবাহী বাসে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়, ফলে মুহূর্তেই পুরো বাস পুড়ে ছাই হয়ে যায়। বুধবার ভোর ৪টার দিকে ইসদাইর অক্টো অফিস এলাকার সরকারি তোলারাম কলেজের ছাত্রাবাসের সামনে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ-ব ১১-০০২৯ নম্বরের বাসটি প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও নির্দিষ্ট স্থানে পার্ক করে চালক ও হেলপার বাসায় চলে যান। ভোরে হঠাৎ আগুন লাগার পর স্থানীয় লোকজন ছুটে এসে পানি ঢেলে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসকে কেউ খবর না দেওয়ায় তারা ঘটনাটি সম্পর্কে অবগত ছিল না।


বাসটির মালিক বুলু দাস জানান, আগুনে বাসের লোহার বডি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। শিল্প মন্ত্রণালয়ের কর্মচারী ও সাধারণ যাত্রীদের নিয়মিত ঢাকা-নারায়ণগঞ্জে আনা-নেওয়া করতে ব্যবহৃত এ বাসের উপার্জনেই তার পরিবার চলত। এমন ক্ষতির জন্য তিনি দায়ীদের বিচার দাবি করেন।


নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, বাসে আগুনের ঘটনার বিষয়ে তারা কোনো তথ্য পাননি। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্বৃত্তদের শনাক্তে কাজ চলছে।