বাংলাদেশ, বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি

NewsPaper

অনলাইন সংস্করণ

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ণ

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। বুধবার (১৯ নভেম্বর) সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন—খবর দ্য গার্ডিয়ান।

ট্রাম্প জানান, আসন্ন শুক্রবার (২১ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে তাদের বৈঠক অনুষ্ঠিত হবে। তার দাবি, বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন নিজেই মেয়র মামদানি।

মামদানি ও ট্রাম্প অতীতে পরস্পরের তীব্র সমালোচক ছিলেন। সামাজিক মাধ্যমে মামদানিকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়েছিলেন ট্রাম্প। এমনকি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে তাকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে প্রচারণাও চালান তিনি।

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ৫০ শতাংশ ভোট পেয়ে জয়ী হন জোহরান মামদানি। আগামী ১ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন।