বাংলাদেশ, বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫

মালির দুই গ্রামে সেনা ও মিত্রদের অভিযান: এইচআরডব্লিউ বলছে নিহত অন্তত ৩১

NewsPaper

অনলাইন সংস্করণ

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ণ

মালির দুই গ্রামে সেনা ও মিত্রদের অভিযান: এইচআরডব্লিউ বলছে নিহত অন্তত ৩১

পশ্চিম আফ্রিকার দেশ মালি সেনাবাহিনী ও তাদের মিত্র যোদ্ধাদের যৌথ অভিযানে দুই গ্রামে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)–এর তথ্য উদ্ধৃত করে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়, ২ অক্টোবর প্রথম অভিযানটি পরিচালিত হয় কামোনা গ্রামে। সেখানে সেনা সদস্য ও মিলিশিয়ারা অন্তত ২১ জনকে গুলি করে হত্যা করে এবং কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। দ্বিতীয় হামলাটি হয় প্রায় ৫৫ কিলোমিটার দূরের বালে গ্রামে, যেখানে আরও অন্তত ১০ জন নিহত হয়।


ঘটনাটি নিয়ে এখনো পর্যন্ত আফ্রিকান ইউনিয়ন বা মালির সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।