বাংলাদেশ, বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা: তিন শিশুসহ ২৬ জন নিহত, বহু নিখোঁজ

NewsPaper

অনলাইন সংস্করণ

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ণ

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা: তিন শিশুসহ ২৬ জন নিহত, বহু নিখোঁজ

ইউক্রেনে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। ভয়াবহ এই হামলায় তিন শিশুসহ কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি পশ্চিমাঞ্চলে অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। বুধবার (১৯ নভেম্বর) ভোরে পশ্চিম ইউক্রেনের টেরনোপিল শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী।


ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো জানান, হামলার পর এখনো ২৬ জনকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে তিন শিশু। তিনি আরও জানান, অন্তত ১০০ জন আহত হয়েছেন এবং উদ্ধারকর্মীরা রাতভর ধ্বংসস্তূপে আটকে পড়া লোকজনকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


রাশিয়ার এই হামলায় পুরো অঞ্চলে জ্বালানি ও পরিবহন অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ বাহিনী ইউক্রেনে মোট ৪৭৬টি ড্রোন এবং ৪৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানানো হয়। তীব্র শীতের মধ্যে কিছু এলাকায় জরুরি ভিত্তিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হয়েছে।


টেরনোপিলের একটি বহুতল আবাসিক ভবনের ওপরের তলাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়। আগুন ছড়িয়ে পড়ায় অনেক বাসিন্দা আতঙ্কে জানালা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলে উদ্ধারকাজ এখনও চলছে। ক্লাইমেনকো বলেন, “ধ্বংসস্তূপের নিচে এখনো লোকজন আটকা থাকতে পারে—এদের উদ্ধার করাই আমাদের প্রধান কাজ।”


কর্মকর্তারা নিশ্চিত করেছেন, নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

সূত্র: রয়টার্স