আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনে ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। মাঠপর্যায়ে সামাজিক কর্মকাণ্ড, গণসংযোগ এবং মানবিক সেবামূলক উদ্যোগে প্রতিনিয়ত দৃশ্যমান তারা।
বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল শিশুদের সঙ্গে সময় কাটানো, গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া, বিয়ে–জানাজায় উপস্থিত থাকা ছাড়াও অসহায়দের চিকিৎসা সহযোগিতার মাধ্যমে ইতিমধ্যে আলোচনায় এসেছেন। তার ব্যক্তিগত উদ্যোগে তিন উপজেলার চোখের ছানিপড়া রোগীদের ঢাকায় নিয়ে গিয়ে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা চলছে। ইতোমধ্যে ৩৫ জন রোগীকে পাঠানো হয়েছে, এবং ধীরে ধীরে শতাধিক রোগীকে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বাবুল বলেন, নদীভাঙনকবলিত মানুষের পাশে থাকার পাশাপাশি উঠান বৈঠক করে নতুন ভোটারদের ধানের শীষে ভোট দিতে উদ্বুদ্ধ করছি। তরুণদের মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলায় আগ্রহী হতে উৎসাহ দিচ্ছি।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনও মাঠে সক্রিয়। লিফলেট হাতে হাটবাজার ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে দলীয় প্রতীক দাড়িপাল্লায় ভোট চান তিনি। তিন ইসলামী দলের মনোনয়ন প্রত্যাশীদের মতৈক্যের মাধ্যমে সরোয়ারকে একক প্রার্থী হিসেবে চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়েছে।
সরোয়ার বলেন, মানুষের কাছে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি। কয়েকটি ইসলামী দল একসঙ্গে কাজ করছে যেন সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত হয় এবং সমাজকে নৈতিকভাবে সমৃদ্ধ করা যায়।
চার লাখ ৮৮ হাজার ভোটারের এই আসনে অতীতে বিএনপি–আওয়ামী লীগ পালাক্রমে জয়ী হলেও গত তিনটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন নিক্সন চৌধুরী। এ পরিস্থিতিতে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা এবার নতুন কৌশলে ভোটযুদ্ধে নেমে পড়েছেন।